মাগো তোর হাসি কত ভালোবাসি ,
তুই দূরে গেলে আমি বানের জলে ভাসি ।
বারে বারে আসি ফিরে দেখি তোর মুখ ,
তোর কাছে এলে মাগো পাই যে কত সুখ
কত মাকে দেখেছি মাগো তোর মত নয় ,
তুই কাছে থাকলে মাগো স্বর্গ করি জয়।


বিছানায় শুয়ে থাকলে মাগো কেঊ তো ডাকে না ,
খাবারের বেলা তুই ছাড়া কেউ মনে রাখেনা।
কোথায় তুই গেলি মাগো আমায় করে একা
একটু খানি এসে মাগো করনা তুই দেখা ,
তোরে ছাড়া শুন্য মাগো ভাবতে লাগে একা ।


গুমের ঘরে রেখে মাগো কোথায় গেলে চলে ?
চোখ খুলে দেখি মাগো কাঁদি কাহার কোলে ।
সবার কাছে বায়না ধরি ,
মাকে দেখবো প্রান ভরি,
জিতলে তো মা কেউ রাখেনা বায়না দিবে বলে
তোরি কথা বললে মাগো সবাই যায় যে চলে।


কত মাকে দেখি মাগো তোকে কেন দেখিনা ?
তোরে ছাড়া একা ঘরে থাকতে ভাল লাগেনা ।
আয়না মাগো কাছে আয় !
দেখবো তোরে বলে ,
আমি ও কি তোরই মতন একদিন যাবো চলে ,
তখন তোরে কে ডাকিবে মা, মা, বলে ?