ও রে ও ধনী
তোর দিকে তাকিয়ে আছে কত মা জননী।
ও রে ও পিপাসু
তুই একটু তাকিয়ে দেখ না,
রাস্তায় কত আনাথ শিশু।


ও রে, একটু দেনা খেতে
চেয়ে দেখ আছে কি ওদের পেটে ।
তোদের দিকে তাকিয়ে তাকিয়ে,
তারাই তো মুখ চাটে ।


ও রে, ও ধনীর জননী
তোরাইতো পারিস দিতে,
ফেলিয়ে দেওয়া টাকে ।
তোদের তো অনেক আছে,
শুধু একটা দেনা ?
আসবে কিরে তাতে ।


ওরে ও পাষাণ হ্নদয়
দেখনা ওদের কাঁদে হ্নদয় ,
তোদের আসে পাশে ।
একটু যদি দিবিরে তুই ,
ক্ষতি কিসে আসে।


ওরে কি হবে আর লোক দেখিয়ে
না দেখিলে মান কি যাবে মিডিয়ারি পাশে ।
দিবি যদি দিয়ে দেনা
বলার কিসে আসে ।


দিলে দেখবি পাবি তাদের,
সব সময়ে পাশে ।
তোদের জন্যই ওরাতো হায়,
এ জগতে আসে ।


তোরা কেন থাকবি না বল
ওদেরি পাশে ?
পারিস যদি থাকনা পাশে,
এই দুনিয়া হল মিছে
যায় চলে আবার আসে ।


দেখবি একদিন ওরাই রবে
অসময়ে পাশে ।
তখন দেখবি তোদের হয়ে ,
বলার অনেক আছে।