বয়স মোর হল চল্লিশ,
বিয়ের কথা কেউ কয় না .
কত কষ্ট জমা হ্নদয়ে ভালবাসা হয় না,
খুঁজে খুঁজে মোর হ্নদয় পুরিলো ,
ভালবাসায় পোরেনা ।  


এ গ্রাম খুঁজি ও গ্রাম খুঁজি,
মনের মত হয় না।
অবশষে পেলাম খুঁজে,
চাঁদের মত ময়না।
বাড়ি এসে বললাম আমি ,
আমার কথা কেউ শোনেনা ।


মাথা গরম মোর কি যে করি,
কোথায় আমার ময়না ?
গিয়ে দেখি পরে আছে সে,
অন্যের হাতের গয়না ।


পাগলের মত ডাকি তারে,
কথা তো সে কয়না ।
হায়রে বুঝি উড়াল দিল,
আমার সুন্দর ময়না ।


কে পরিবে কে পরিবে,
আমার দেয়া গয়না
আজো আমি বিয়ে করিনি,
হাতে রেখেছি গয়না ।