স্বাধীনতা, হে আমার স্বাধীনতা
আজো আমি কল্পনাতে হারাই
খুঁজে পাই স্বাধীনতার সেই পুরানো কথা ।
খুঁজে পাই স্বাধীনতার মায়ের বুকে কত ব্যথা ।


খুঁজে পাই গ্রামের বধূর মনের কথা ,
যার ঘর বাঁধা হল ,
হলনা বাসর।
বলা হলনা তার স্বামীর কাছে মনের কথা ,
রাতের আঁধারে ছিনিয়ে নিয়ে গেল মান
উড়িয়ে দিয়ে গেল সম্মান ।


আজো শুনা যায় অনাহারি মায়ের কান্না
যে বসে আছে অপেক্ষার প্রহর গুনে ।
ছেলেটি তার কবে আসবে ?
কবে তাকে মা বলে ডাকবে ?
অনেক প্রশ্ন মনের মাঝে তার ।


চার দিকে শুধু অন্ধকার ,
রাতের পর আগের মত দিন আসে
দেখা হয়না সেই আলো।
রাত পোহালেও পোহায়না মনের অন্ধকার
চারদিকে স্বজন হারানোর ভয়
এই নাকি শুনা গেল.........


রাতে ঘুম আসেনা
কান উচু করে রাখতে হয়
কখন জানি এসে পরে হানাদার বাহিনী ।
পাশের বাড়ি থেকে শোনা যায় বুঝি পালাও পালাও।


স্বাধীনতাকে দেখিনি তার পরেও
মনে হয় যুদ্ধ করছি স্বাধীনতার জন্য।
আমরা ধন্য সম্মান জানাই তাঁদের
স্বাধীনতা পেয়েছি যাদের জন্য।