গোধূলি বিকেল বেলা ,
হাটিতে ছিলুম রাস্তা ধরে,
সাথে চলেছে বেলা ।
কত  কিছু দেখে  ছিলুম,
মনের মত করে ,
হঠাৎ দেখে ছিলুম কোলা হল পূর্ণ ,
গিয়ে ছিলুম সরে।

কত সুন্দর মাঠ-ঘাট নৌকা
ছুটে চলে ,
মাঝিরি সাথে নৌকার লোক গুলো
সাসিয়ে কি যেন বলে ।

দূর থেকে শুধু দেখিতে ছিলুম,
অসহায় মাঝির আহাকার
একটু খানি বারতি ভাড়া,
চাইছে শুধু বারে বার।

তবুও বলি শোন ওহে ভাই,
দিয়ে দাওনা কিছু ,
ওদের তো নেই,
তোমার তো আছে
একটু বেশি দিলে আসে যায় কিছু ?

বাড়িওয়ালা তুমি চিনে ছিলুম তোমায়
থেকে ছিলুম তোমার ঘরে,
বারে বারে এসে বলিতে তুমি
আছে কি স্মরণ , দিবে ?

কতবার বল শোনা যায়,
তোমার বলা বলি শব্দ
তাইতো একদিন তোমার সাথে,
করে ছিলুম জব্দ ।

তুমি এসে তবো বলেছিলে হায়,
ছেরে দাও বাসা মোর
রাগের মাথায় বলে ছিলুম তোমায়,
আমরা নইকো চোর ।
মাস শেষ হলে চলে যাবো মোরা,
থাকবোনা তোমার নীড়ে ।

একটু যদি পার ওহে ভাই
দাওনা মাঝিকে
শুকিয়ে গেছে তার শোনার দেহ,
আছে কি বাহুতে ।