তুমি আসবে বলে,
উঠেছিল সকালের ভেজা রোদ্র
তুমি আসবে বলে
কিষাণ দেখেছিল ফসলের মাঠে সমুদ্র ।


তুমি আসবে বলে,
জীবনানন্দ লিখেছিল মাহা কাব্য
তুমি আসবে বলে
লেখক লিখেছিল বাংলা লেখায় গদ্য।


তুমি আসবে বলে,
দল বেধে চলেছিল কতনা মায়ের শিশু
তুমি আসবে বলে
ছোট্ট ছেলেটি কেঁদেছিল মায়ের পিছু ।


তুমি আসবে বলে,
আবার সেজেছিল নতুনের সাজে মিনার
তুমি আসবে বলে
প্রবাসী দিয়েছিল তার জমানো দিনার ।


তুমি আসবে বলে,
মায়ের মুখে আবার এসেছে হাসি
তুমি আসবে বলে
রাখালি রেখেছে তার বানানো বাঁশি ।

তুমি আসবে বলে,
স্কুল গুলোতে চলেছে খেলার কলা
তুমি আসবে বলে
বিশ্ববিদ্যালয় করেছে আয়োজন পালা।
তুমি আসবে বলে, তুমি আসবে বলে , তুমি আসবে বলে।