শুনেছ মাঝি , হাটিতে ছিলাম রাস্তা ধরে
কত লোক ডেকে ছিলাম , কেউ আসলোনা মাঝি।
একটু আমার বোঝাটা তুলে নেবে বলে ,
কত বলে ছিলাম  নে ভাই নে ভাই
পয়সা দেব পকেট ভরে।


আমি কেমন শহরে গিয়ে ছিলাম  মাঝি !
চেনা নেই জানা নেই জড়িয়ে ধরে আদর করে,
আরো আছে মাঝি
কিনা ছোট ছোট কাপড় পরে।


বাবুর কথা শুনিয়া বুড়ো মাঝি হা-হয়ে গেল ,
অবাকের কন্ঠে কহিল
বাবু মশাই বাবু মশাই আছে কিছু আর বাকি ?
আমিতো দেখিনাই এমন সময়
গল্প বললেন নাকি ?


শুনিয়া বাবুর মাথা হয়ে গেল লাল
রাগের মাথায় ভাঁজ করিয়া কপাল
নারে মাঝি না , এতো সত্য ঘটনা !!
যাবি নাকি আমার সাথে, দেখবি তবে গিয়ে ?


বাবুর কথা শুনিয়া বুড়ো মাঝি
দেখিতেছে স্বপ্ন,
বাবু মশাই যেতে পারি
যদি থাকে আপনার মায়া যত্ন ।


শুনরে মাঝি, দেখিলে যাবি অবাক হয়ে
কত বড়, লম্বা গাড়ি যায়রে মাথার উপর দিয়ে
এতো বড় এমন শহর মাঝি!
জলদি আয় মাঝি !!
সব কিছু তুই দেখবি গিয়ে ।
চল রে মাঝি চল, যাবো তাড়াতাড়ি
সবার মাথার উপর দিয়ে।