নিরঝুম রাস্তা, চারদিকে কুয়াশায় ডাকা
আমি চলেছি একা ,
কত কিছু আসে মনে
গল্পের ঝুড়িটা করে ফাঁকা ।


এই পথ, যে পথ ছিলনা এত নিরব ,
কত করেছিলাম ছোটা ছুটি  
খেলার ছলে করেছিলাম সপথ
ছেড়ে যাবোনা কাউকে ছেড়ে ।


আজ আমি বড় একা ,
তুমি রাখনি তোমার সপথ ,
চলে গেলে নিরঝুম রাস্তায় আমায় একা ফেলে ।
আঝো ভেসে আসে তোমার করা ছলা কলা
তবুও বুঝায়ে রাখি মনটারে ।


আজ আমার হৃদয়টা যে শুন্য
সবার কাছে আমি যে নগন্য ,
তোমারি গল্প ভেসে আসে অল্প অল্প করে,
কেমনে বুঝাবো সবারে !
হৃদয়ের খাতা শুন্য আমার
গল্পের শেষ বিকেলে ।