আকাশে বাজিয়া উঠিল ধ্বনি
শুনেছি তোমার নাম খানি
কি করে খুঁজে পাই!
যাকে বলি সে যায় চলি
উত্তর মিলে নাহি পাই ।


কত দূর আর কত পথ হাঁটিয়া ছিলাম
খুঁজিতে তোমায়,
খুঁজিতে খুঁজিতে ক্লান্ত মন ,
অন্যের গান গায়।


এক সময় তুমি ছিলে আমার ,
মনের মধ্য খানে।
আজ সেথায় অন্যের বসত
তুমি পরে আছো এক কোনে ।


কত বিশ্বাস কত আশা
ছিল তোমায় নিয়ে ,
আজ তোমার সে আশা
দিয়েছি অন্যের সোপানে ।


যদিও চাই তবু নাহি পাই
গোমরে কাঁদি গোপনে ,
তোমারি সুধা এখনো দেয় ক্ষুধা
ভাসি নয়নের গগনে ।