ওদের কি আসে যায় কিছু !
যে ছেলেটি কাঁদত মায়ের পিছু
আজ সে আর কাঁদবেনা
চলবেনা অন্যের পিছু ।
মা জননী কিনবেনা ছেলের জন্য কিছু !!


ওরা কি বুঝবে মায়ের কষ্ট !
সেই বুঝবে যে করেছে ছেলেটিকে ভুমিষ্ট
ওরা তো করে গেল আপসোস
সারা জীবনের জন্য মায়ের মনে দিয়ে গেল পুত্র শোক !!


আজ মায়ের বুক খালি
উঠেছে কালো ধোঁয়া হৃদয় হয়েছে ছালি।
ওরা কি বুঝবে মায়ের গালি !
ছেলের  জন্য বিক্রি করেছিল যে নিজের নাকের বালি।


কত বলেছিল আছে আমাদের আধুনিকতা
বলে সব ডিজিটাল কথা ,
আজ সে সব কোথাই গেল , হারিয়েছে  শিশু !!
বলবেনা  কেউ বলবেনা ,
আমরা তো হাঁটি অন্যের পিছু ।