সখী তুমি কোথায় আছো ?
এখনো কি আমায় সে নামে ডাকো ,
যে নাম দিয়েছিলে তুমি ?
এখনো কি তুমি সেখানে গিয়ে বসো ,
যেখানে বসতাম শুধু তুমি আর আমি ।


আজ তোমাকে কত মনে পড়ে ,
স্মৃতির পাতায় অশ্রু শুধু ঝরে ,
তবুও পারিনা ডাকতে তোমায়
বসে বসে ভাবি নিরালায়।


আজো কি তুমি বকুলের মালা বানিয়ে রাখো
আমাকে দিবে বলে ,
আজো কি তুমি চুলে বেণী করে আসো
আমাকে দেখাবে বলে ,
তুমি কি আজো পায়ে আলতো করো  
আমাকে একটু রাগাবে বলে ।


আজ তুমি কত দূরে
আমি আছি এই নির্জনে পড়ে
দেখা হবে না জানি আর,
তুমি তো চলে গেছো
বুকে জমা দিয়ে স্মৃতিরি  পাহাড় ।


এখন তুমি কত সুখে,
আমি কাঁদি এই নির্জনে ধুঁকে ধুঁকে ।
জানি আমি জানি!
তুমি তো দেখতে আসবে না আর,
কেননা, তোমার আমার দুরত্ত এপাড় আর ওপাড় ।


সখি থাকতে চায়না নির্জনে বসে একা,
মন তো বলে, করতে তোমার সাথে দেখা,
তুমি তো আসনা ফিরে
আমি তো ডানা ভাঙ্গা পাখি থাকতে হয় এই নীড়ে


যে দিন আমার ডানা হবে
যাবো চলে তোমার কাছে
আকাশে উড়াল দিয়ে ।
তুমি আমি দুজন আগের মতন
বসবো সেই তীরে ।