বৃদ্ধ  বয়স মোর কত থাকিবো এই মায়ার পৃথিবীতে, আর কত কাল ।
যদিও থাকতে চায় কিন্তু শুনিতে হয় আমার আদরের সন্তানদের গাল ,
কত আদর করিতাম তাদের ,আগলে রাখতাম এই বুকে ,
আজ আমার সেই সন্তানরা মারছে আমায় দুকে ।


আমার গড়া এত কিছু চায় না কেঊ দিতে
আমি নাকি একলা মানুষ আছি এই পৃথিবীতে ।
আজ আমি পড়ে আছি এক কোনে, যাবার সময় হবে বলে।
যে আসে সেই বলে আমি নাকি যাবো চলে , আর কি হবে থেকে ।
আমি এখন নিঃস্ব হারিয়েছি সবকিছু,
যাদের আশায় বেধেছি বুক,  তারাই বলে চলে যেতে।


কত কিছু বলতে মন চায়, বলতে পারিনা শোঁকে ।
আমার বলার আসে যায় না করো, কেউকি আর রাখে ।
আদরের সন্তান , ওদের না দেখিলে
মনে হয় থাকতো না আমার দেহে প্রাণ।


আজ তারা আমায় করেছে পর
আমার মেয়ের শশুর বাড়ী এখন আমার শেষ ঘর।
যেখানে আমার চলিত ক্ষমতা
আজ সে কথা মনে পড়লে চোখে গড়িয়ে আসে জল ।
ছেলেরা বুজি বুজতে চাইলো না , তারাই ছিল আমার শেষ সম্বল।