শুকনো পাতার মর্মর শব্দ তুমি কি শুনেছ
কতইনা ভাল লাগে ,
বাতাসের আওয়াজ তুমি কি শুনেছ
কতই না ভাল লাগে,
তেমনি আমার, তোমার চাঁদ মুখ খানা দেখতে ভারি ভাল লাগে ।


শৈশবের স্মৃতি তুমি হয়তো একটু হলে ও ভেবে থাক
চুপটি করে এসে তোমাকে দেখে যেতাম ,
আর তুমি মুচকি হেসে আমাকে সাসিয়ে যেতে ।
তোমার সাসানিটা কে ভয় পেতাম, তবে হাসিতে মজা পেতাম ।


কত লুকোচুরি করে ছিলাম একসাথে,
পাড়ার সেই চাচার কথা কি তোমার মনে আছে ?
কতইনা বকত আমাদের, তবুও ছিল অনেক ভাল
কেননা তার লাগানো গাছ থেকেই পেয়ারা খেতে খেতে
জমতো আমাদের আড্ডাটা ।


কুয়াশা ভরা সকালে চলে যেতাম কত দূর
চারদিকে থাকতো কুয়াশায় ঢাকা ।
তোমার কি মনে আছে ?
তুমি আমার কাঁধে চরে পার হতে
খালের এপাড় থেকে ওপাড়।


আজ তুমি নেই আমার সাথে,  আমি চলি একা ,
যে পথ দিয়ে চলতাম তুমি আমি
আজ সে পথ পড়ে আছে নিরজুম দীপের মত।
যে খাল পাড় হতাম তুমি আমি আজ সে খাল শুন্য
তারি ভেতর দিয়ে চলে গেছে পথ কতদুর।


আজ তুমি নেই আমার পাশে
তোমার রেখে যাওয়া স্মৃতি আমার পথ চলার সঙ্গী
আমার জীবন থেকে চলে গেল ১৫টি বছর
তার পড়েও আমি বসে আছি তোমারি অপেক্ষায়।


তুমি আসবে বলে ফিরে
এপথে আবার দুজন চলবো ধীরে ধীরে
ফিরে এসো তুমি আমি তো এখনো সে গ্রামে
যে গ্রামে তোয়ার আমার জন্ম শুধু একটু পরিবর্তন হয়েছে ।