তোমার একটু হাসি
ভুলাতে পারে আমার সকল অভিমান,
তোমার একটু চলায়
নিতে পারি আমি পিছু টান।
তুমি হাত বারালে
ভুলতে পারি আমি সব অভিমান,
তুমি এক বার ডাকলে
ডাকতে পারি তোমায় হাজার বার ।


আমি হইতো ভুল করেছি মিথ্যে অভিমানে,
তুমি তো পারোনা আমাকে ছেরে চলে যেতে ।
একবার হলে ও জড়াতে পারতে তোমার মায়া জালে,
আমি কি পারতাম চলে যেতে ।


তোমার কি একবার ও মনে পড়েনা,
তোমার আমার ভালবাসার  স্মৃতির কথা ,
যার প্রমান আমাদের আদরের ছেলে।
তুমি কত বকতে আমায় ছেলের জন্য,
আজ কি তুমি ভুলে গেছো সেই কথা ।


তুমি হয়তো বসে বসে ভাব
তোমার করা ভুল গুলোকে স্মরণ করে ।
আমি এখনো বসে আছি তোমার অপেক্ষার প্রহর গুনে
তুমি আসবে ফিরে তোমার নিজের হাতে গড়া এই নীরে ।