কি হবে আর আশায় বুক বেধে
যখন যাকে আপন ভাবি সে যদি হয় পর।
কি হবে আর মিছে মায়ায় থেকে
যখন মনের মানুষ
স্বপ্ন দ্যাখে বাধিবে অন্যের ঘর।


কি হবে রেখে এত ভালবাসা
যখন মনের বন্ধুটি সাজিয়ে দিয়েছে
তারি রুপের মাধুরী দিয়ে অন্যের বাসর।


কি হবে আর মিছে স্বপ্ন দেখে
যখন ভালবাসার মানুষ মুহূর্তে হয়ে গেছে পর।
কি হবে আর হাত বাড়িয়ে
যখন তারি হাত ধরে চলেছে অন্য পথিক
আমারি নদীতে পরেছে চর।


কি হবে আর আশায় থেকে
যখন তারি মনের গহিনে জ্বালিয়েছে অন্য প্রদীপ
আমি তো হয়েগেছি পর ।
কি হবে আর মিছে মায়ায় থেকে
যখন আমারি নদী শুন্য এখন ধু-ধু বালুচর ।