আসিতে  ছিলাম কর্মের সন্ধানে
কোথায় কি মিলে তা কি কেউ জানে ?
আমি তো এ পথের পথিক
তাই ছুটে চলি
নিজের ব্যথা নিজের মনে কাহারে কি বলি !


ছিলাম অনেক ছোট
মা বাবার আদর সোহাগ আমি পেয়ে ছিলাম কত ।
আজ আমি অনেক বড় লোকমুখে শুনি,
পাড়াপড়শি  দেখলে শুনায় তাঁদের মুখের বানী ।


বুজিনি এত কিছু পড়িবে আমার উপর
যারা আমার ছোট আজ তারা বুক ফুলিয়ে দেয় পাপর।
তাদের নাকি অনেক টাকা
আমার ছেড়া কাপড়।


বুজিলাম জীবন অনেক কঠিন টাকা সময়ের দাম
টাকা যদি থাকে হাতে পায় সমাজে নাম  
তাই আর কি ইংরেজিতে একটি  কথাই বলি
কাম কাম মানি কাম ,
তোকে পেলে পাবো যে এই সমাজে অনেক দাম ।