চলে যাবে বন্ধু তুমি অন্যের ঘরে,
রাখিও তবু মনে ,
আমরা এখন পড়ে আছি  নির্জনে।


যখনি আসে স্মরণ করো ,
রাখিয়াছি তোমায় মনে ,
এত দিনের হাসা-হাসি কতনা পথ হাটা
আজ তোমাকে দিচ্ছি বিদায়
হাত দেখিয়ে টাটা ।


তুমি তো এখন একা নহে ,
অন্যের ঘরের বাতি ।
তোমারি স্বামী এখন তোমার শেষ বিকেলের সাথী।
এতদিন তুমি ছিলে কত আনন্দ উল্লাসে।
আজ তোমার সাথে আছে স্বামী, থাকবে তারি পাশে ।  


জীবন কত সুন্দর, গড়িবে তোমার করে,
সুখ শান্তি তোমারি ঘরে আসবে একদিন ভরে।
তোমারি কোলে হাসবে খোকন,
ডাকবে মা মা বলে, তখনি তুমি বুজিতে পারিবে
পরেছ সংসারের মায়া জালে ।