চলিয়াছি আমি মেঘনার বুকে
চারদিকে অন্ধকার,  
মাঝে মাঝে আমি মেঘনার বুকে
শুনিয়াছি শব্দকার,    
থমকিত আমি শুনিয়াছি একি!
তাকিয়ে দেখি কিছু নয় জেলে দল।
  
আকাশে জ্বলে মিটি মিটি তারা
নদীতে জোনাকি্র আলো
নদীরি  দিকে তাকিয়ে থাকতে  
কতনা  লেগেছে ভালো।


মেঘনার ঢেউ উথাল পাতাল  
একুল ভেঙ্গে ও কুল করে পাহাড়  
এমনি করে মেঘনা আবার এনে দেয়
কারো জীবনে কালো,
কারো হৃদয়ে আহাজারি  
কেউ চলে যায় সীমানা ছারি  
নিবিয়ে ঘরের আলো ।