চৈত্রের ভরা দুপুর চারদিকে ফেটে চৌচির,
মাটিরি বুকে আত্ন খরা ।
যে দিকে তাকাই হাহা কারের শব্দ পাই ,
আমারি নয়ন জলে ভরা।


গাছে গাছে পাখি করে ডাকা ডাকি
একটু আহারের লাগি ,
মাটিরি রুপ দেখে কিষাণের বুক যায় ফেটে
ঘরের খাবার পুরাতে আর কয়টা দিন বাকি ।


ঘরে ঘরে আহাজারি কোথায় যাবে বাড়ি ঘর ছারি
ছোট যে চলার পথ ।
সবারি নয়ন জলে ভরা
চৈত্রের দিনে দেখেনি এমন খরা ,
বিধাতার কাছে হাত উঠিয়ে বাণী  ।


শোন হে প্রভু আর কত ধরিবো ধৈর্যয়,
কে দেখিবে বলো মোদের ?
আমরা যে তোমারি প্রার্থনা করি
তোমারি দেয়া অন্নের জন্য করি সবুর ।