পড়িয়াছি প্রেমে বিদিয়াছি কাঁটা
রাখিয়াছি গোপন সেই কথা ,
কখন জানি আসি বলিবে বন্ধু
শুনাও সুর, মুখে নাও বাঁশের বাঁশি ,
তোমারি বাঁশির সুরে যেন মোর
মন করে উদাসী ।


ধরিয়াছি সুর কত সু-মধুর ,
বন্ধুর মনে লহে যদি
আমারি জন্য একটু ভালবাসা ।
বারে বারে তাকাই
দেখিতে তো সে না পাই,
আমারি হৃদয় ডাকিতেছে তারে
কাছে পেতে হয়ে আছে ব্যকুল ।


গাছে গাছে পাখি করে ডাকা-ডাকি,  
শুনিতে চায় আমারি বাঁশির সুর।
তারে বলি শোন তুমি তো সব জানো
আমাদের ভালবাসা গড়িয়েছে অনেক দূর ।


চল মোরা যাই সবারে জানাই
আমাদের ভালবাসা পুড়ে হয়েছে ভরপুর ।
আমারি কথা শুনে, বলিলো সে মনে,
তুমি তো রাখাল ,
দেখ, আমারি কানে দুলিতেছে স্বর্ণের দুল ।


বুজিলাম আমি করিবো না জানা জানি ,
চাওয়া ছিল হয়তো বেশি ,
ভালবাসা আমার জন্যে হয়তো মস্ত বড় ভুল।