কত নিবো আর বিদায়ের ভার
কত চলিবো সেই পথে ।
বিদায়ের কথা শুনিলে তো মোর
কান্নায় চোখ ভাসে।


এত দিনের চাওয়া পাওয়া
সব কিছুতে খুঁজে পাওয়া, কত চলে ছিলাম একসাথে ।
আজ বুঝি তাদের ছেড়ে চলে যেতে হবে ,
চোখের জলে বুক ভাসে ।


মাঝে মাঝে ক্লাস ফাকি দেয়া,
স্যারদের সাথে  লুকো-চুরি খেলা,
বাড়ি গিয়ে মিথ্যে বলা স্মৃতির স্রোতে ভাসে ।
তাঁরা ছাড়া গড়তে মোদের আর কেবা আছে ?
কত কিছু বলতো মোদের ক্লাস করার ফাঁকে,
আজ বুঝি ছেরে যেতে হবে তাঁদের থাকবো না আর পাশে ?
স্যারদের দিকে তাকালে চোখের জল গড়িয়ে আসে।


বিদায়ের সেই অনুষ্ঠানে বলেছিলাম আমার কথার মানে,
যত দিন মোরা বাঁচব জগতে থাকবো আপনাদের পাশে
আপনারা ছাড়া বিদ্যা দিতে আর কেবা আছে ।