গিয়ে ছিলাম ঐ গাঁয় ,
যেখানে পাখির ঝাঁক এসে খেলা করে যায়,
যেখানে কবিরা এসে কবিতা লিখে যায়,
যেখানে নদী এসে মোহনা হারায়,
যেখানে  মাইকেল মধুসূধন দত্ত থেকে ছিল
লিখে ছিল মহা কাব্য ।


আমি গিয়ে ছিলাম  সেই গাঁয়
দেখবো বলে , বাংলার  সনেট গুরুর কে
কিছুক্ষন থেকে ছিলাম তার চরণ তলে ।


একটু খানি দাড়িয়ে পড়েছিলাম তাঁর সেই কবিতা
যে কবিতাটি তিনি লিখে ছিলেন
বেদনা ভরা অশ্রুর স্রোতে,
নিজের শৈশব কে স্মরণ করে।


সতত, হে নদ, তুমি পড় মোর মনে।
সতত তোমার কথা ভাবি এ বিরলে ;
সতত ( যেমতি লোক নিশার স্বপনে
শোনে মায়া-যন্ত্রধ্বনি ) তব কলকলে
.........


চারদিকে কোলাহল শুন্য
মনে হলো আমার যাত্রাটা এবার হয়েছে পূর্ণ ,
কিছুক্ষন থেকেই কবির চরণ তলে।


ভ্রমণ শেষে ফিরে এলাম সেই নদীর ধারে
ঠিক তেমনি ভেবে ছিলাম  ,
কবি যেমনি লিখেছিল এই নদটি কে স্মরণ করে।


কপোতাক্ষ তুমি বসে আছো আসন পেতে
পূর্ণ করেছ আমার হৃদয় বক্ষ ।
বিদায়ের বেলা চলে এসেছে
তোমার মাঝে ভিজিয়ে নিলাম আমার দুটি হাত
হয়ে গেলাম আমিও কবির মত তোমার ভক্ত ।