শোন হে শোন, আমারি কথা শোন
তবুও বলি কিছু কথা , মানো নাই বা মানো ।
আমি যে বাঙালি! বাংলা আমার গালি !!
সেটা তোমরা জানো ।  
আজ আমার গালি ফিরে এসেছে
ছিটকে পড়েছে মুখে বালি ।


যে বাংলার জন্য আমি দিয়েছিলাম গালি !
আজ সে বাংলার বুকে চলছে দালালি ।
আমারি গালালি হয়েছে কি চোরা বালি ?


আজ চলছে আমাদের মাঝে দন্দ
মাঝে মাঝে বাতাসে ভেসে আসে
মানুষ পোড়া গন্ধ ।
শেষ হবে নাকি এই দলাদলি ?
তবে আমাদের কি হয়েছে পেয়ে স্বাধীনতা  
বলে স্বাধীন বাঙালি ।


যে বাংলার জন্য গড়েছে শহীদ মিনার,  
প্রবাসী দিয়েছিল তাঁর জমানো দিনার ।
আজ পড়ে আছে সেথায় শহীদের মিনার  
সামনে চলছে চোরা বালি  ।


তবে কি আবার সেই শহীদের নাম মুছে
আসবে নতুন শহীদের গাড়ি ।
দিতে হবে কি নতুন মিনার  ?


শোনঐ শোনা যাচ্ছে শহীদের গালি  
তাঁরাই ছুঁড়ে মারছে আমাদের দিকে
ধিক্কার চোরা বালি ,  
আমাদের কে ছাড়তে বলছে জুলুমের দালালি ।