তখন আমি অনেক ছোট গল্পে মজা পেতাম ,  
গল্প শুনতে বারে বারে দাদুর কাছে যেতাম ।  
গল্পে আছে অনেক কিছু
ছাড়তাম না তাই দাদুর পিছু
গল্প শুনতে দাদুর পাশে থাকতাম সর্বদায় ।


একদিন দাদু চলল হাটে আমি ছিলাম তারি সাথে
গল্প শুনবো তায়।
দাদু আমায় বলল শুন দাদু ভাই তোর জেঠু মরেছে হেতাই
শুনেছি আমার জেঠু মরেছে ধরেছিল তারে ভূতে  
তারি কাছে নাকি মাছ ছিল খেতে চেয়েছিল তাতে ।


জেঠু নাকি ছিল বেজাই রাগি হার মানতে চাইত না কিছুতে ,  
তিনি নাকি অনেক বার কুস্তি করেছিল ভূতের সাথে ।
দাদুর কাছে জানতে চাইলাম
দাদু ভাই দাদু ভাই তা কি সত্য ?


দাদু বলল হ্যাঁ রে দাদু ভাই বলেছিস সত্য
তার জন্য মেরেছি কত আমারি আদরের ছেলেটাকে
শুনলো না কিছু শিখলো মন্ত্র
সেটা নাকি ছিল ওর যুদ্দ করার যন্ত্র ।


দাদুর কথা শুনে আমার গাবরে গেল মন
উল্টো আবার প্রশ্ন করলাম , কি হয়েছিল তখন?
আমারি কথা শুনে দাদুর চোখ ভিজিয়ে আসে ।
কাঁদ কাঁদ কন্ঠে কইল দাদু ভাই সে তো অনেক বড় কথা
এত কিছু বলা  যাবেনা দাদু ভাই চল হাটে যাই
ভুলে যাবো সব ব্যথা ।


(কবিতাটি পর্ব আকারে দেয়া হবে )