আমার দাদুর চোখে জল টলমল ,
আমারো  আসলো চোখে জল ।
দাদুর হাত ধরে চলে গেলাম হাঁটে ,
দেখলাম সবার সাথে দাদুর হাসি
নিভিয়ে দিল কষ্টের অনল ।


দাদুর হাসি দেখে মনেই হলনা তিনি আমার সাথে
হাটতে হাটতে বেদনা ভরা কিছু কথা বলেছেন ।
দাদুর কষ্টের মাঝে যে এত কষ্ট লুকিয়ে আছে
শুনতে আমার মন থাকে ব্যস্ত অবিরল।


আড্ডা শেষ করে দাদু আর আমি ফিরছিলাম বাড়ী।
দাদু আমাকে রাতের অন্ধ্যকারে লাইটের আলো মেরে বলল
দাদু ভাই এইটা ছিল আমাদের আগের বাড়ী
এখন কেঊ থাকেনা
সবাই চলে গেছে যার মত সে
ভূতেরা যায়নি বলে ছাড়ি ।


দাদুর কথা শুনে আমার আরো জানতে চাইল মন
দাদু ভাই , দাদু ভাই ভূতেরা কি করত এখানে এসে ?
না দাদু ভাই বলা যাবেনা
তোমার দাদি যে দিয়েছে আমায় আড়ি ,
কারো কাছে বললে নাকি সে যাবে আমায় ছাড়ি ।


দাদুর কথা শুনে মনে আসল ভয়
তার আগে আমার দাদির মন করতে হবে জয় ।
শুনতে হবে আমাকে সব কিছু
ভূতেরা কি আছে পৃথিবীতে অক্ষয় ?


(চলতে থাকবে )