খাঁচার পাখি পড়ে আছে খাঁচায়
করে না ডাকাডাকি ,
একটু খানি ধরতে গিয়ে
হারালাম সেই  পাখি।


ডাকিতে ডাকিতে পাখি উড়িয়া গেল বনে ,
এতদিন তারে করিলাম আদর
কেনইবা না  পোষ মানে ?
শুন্য খাঁচা নড়ে চড়ে,  ঘরেরি চালে বাঁধা ,
মনেরই খাঁচা শুন্য যে আমার
বুজিতে হয়েছে সোজা ।


যে পাখিকে দিয়ে ছিলাম আমার
মনের মাঝে থাই ,
আজ সে পাখি করে ডাকাডাকি
গিয়ে অন্যের খাঁচায় ।