স্মৃতির পাতায় লিখে রেখেছি তোমায়
মনে পড়লে মাঝে মাঝে দেখি ।
মনেরি পাতা শুন্য করেছি
তবুও মুছে যায়নি তোমার স্মৃতি।


অনেক বার চেয়েছি ভুলতে তোমায়,
ভুলতে তো পারিনা ,
তোমার ব্যথা বারে বারে এসে দেয় যে যন্ত্রণা ।
যাকে গিয়ে বলি সেই যায় চলি , উত্তর মিলেনা।
আমারি হৃদয় পুরে হীনতায় ,
মাঝে মাঝে আবার অসয্য যন্ত্রণা ।


বুঝাতে চেয়েছি কত কিছু তোমায় ,
বুঝতে চাইলে না ,
শুন্য পথে ফেলে চলে গেলে তুমি,
ফিরে ও তাকালেনা।


কত ডেকেছি তোমায় মনেরি ভুলে,  
আস যদি তুমি ফিরে ।
ক্ষনিকের নামটি যায় যে ভুলে,
তবুও তুলে রেখেছি তোমার নামটি
হৃদয়ের পাতায় মাঝে মাঝে মনে আসে
উজান স্রোতের পাল তুলে ।


নদীর বুকে আসে যখন ভাঁটা,
মনে পড়ে তার স্মৃতি
আবার যখন কানায় কানায় ভরে,
শুনা যায় তার সুর-সংগীতি।


আমারি সুর তেমনি সুর যেমন নদীর বুকে,
নদী যদিও থাকে সুখে ,
আমারি হৃদয় কাঁদে মাঝে মাঝে বন্ধু হারানো শোঁকে ।


মনেরি মাঝে ছিদ্র হয়েছে বাবুই গাছের কাঁটায় ,
হয় তো এখন মনেরি কথা আসা যাওয়া করে
গুরে স্মৃতিরই পাতায়।