আমারি দেশ আমারি মায়ার বাঁশি ।
তাই তো পারিনা ছেড়ে যেতে,
বারে বারে ফিরে আসি ।
আমারি দেশ আমারি চলার পথ ,
তাই তো পারিনা ভুলতে স্কুল জীবন
মাঠে দাড়িয়ে করে ছিলাম যে সপথ ।


আমারি দেশ আমারি গর্বের ধারা ,
তাই তো উকি মেরে দেখি
আসিল কি কোন বিন দেশি ?
কু-মতলব থাকিলে করবো তাদের তাড়া ।


আমারি দেশ আমারি যাদুর বাঁশি
তাই তো যেখানে থাকি ,
মায়ার টানে উড়ে উড়ে আসি ।
আমারি দেশ আমারি স্বপ্নের বোরাক ,
তাই তো লাগেনা খুঁজতে আলাদিনের যাদুর চেরাগ ।


আমারি দেশের মাটি সব চাইতে  খাঁটি
তাই তো কিষাণের মুখে দেখতে পাই মধুর হাসি ।
আমারি বাংলা সোনার বাংলা
আমারি প্রানে ছোট্ট মায়ার বাঁশি ।