মা আমরা  যুদ্ধে যাবো
যদি আসে আবার সেই দিন,  
যদি আসে আবার হানাদার বাহিনী
যদি শুনা যায় শকুনের ডাক ।


আমরা তো যুদ্ধ জানিনা মা , তবুও জানি তোমার জন্য
মা তোমার মাটিতে যারা ফেলেছে দাগ ,
তাদের কে থাকতে দেবো না
আমরাই যে নির্বাক ।


তুমি দিয়েছো কত সুন্দর ভুমি
তাই পড়ে আছি আমরা তোমার চরণ চুমি
কি ভাবে ভুলে যাই,  বলো মা তুমি বলো ।


যে হাতে তুমি খাইয়েছো ভাত
আজ সে হাত তোমার শিকলে বাঁধা
আমরা তো অনাহারি পড়ে আছি
তোমার মাটির এক কোনে ।


তুমি শুধু বলো মা একটি কথা
তোমারি কথার সুরে
আমরা জুরাবো আমাদের মনের ব্যথা ।
মা আমরা যে তোমার সন্তান,  
কি করে বলো ভুলি তোমায় ?