আমারি দেহে যতদিন থাকিবে প্রাণ
শুধু একটি কথাই থাকিবে , শুধু একটি সুর থাকিবে  
মুখে থাকিবে একটি বুলি , একুশ আমার অহংকার ।  


আমারি গায়ে আজ একটি গেঞ্জি থাকিবে
যেখানে লেখা রবে রক্তের কালিতে  
বুকেরি মাঝখানে , একুশ আমার অহংকার ।


আমারি হাতে থাকিবে আজ বাংলার পতাকা
হাতে বাঁধা থাকিবে একটি ফিতা ,
মাথায় ও বাঁধবো সেখানে লেখা রবে একই কথা  
একুশ আমার অহংকার ।  


আমারি হাতে থাকিবে আজ মাইক,  
বুকে থাকিবে বল , মুখে থাকিবে বুলি
হে একুশ বলো তুমি বলো , তোমাকে কি করে ভুলি ?
তোমারি জন্যে আজ তুলে নিলাম রং তুলি ,
আঁকতে সেই নামটি, যে নাম আমার মুখের বুলি।
একুশ, একুশ , একুশ আমার অহংকার ।