আমার ছেলেরা গেল সেই বায়ান্ন ভাষা আন্দোলনে ,
আজো ফিরে এলোনা ।
বসে আছি অপেক্ষার প্রহর গুনে
ঘরের সামনে লিখে রেখেছি আল্পনা ।


আমার ছেলেরা যদি আসে
আমি বুঝতে পারবো তখন
যখন দেখবো আল্পনাতে লেগে আছে  
আমারি ছেলেদের পায়ের ছাপ ।


নতুন ধানের খৈ করে রেখেছি সাথে খেজুরের মিঠাই ,
ক্লান্ত ছেলেদের খাওয়াবো বলে।
আমারি ছেলেরা কত পথ অতিক্রম করে
আসবে আমার কাছে ,
মায়ের একটু আদর নিবে বলে ।


আমি কি পারি বসে থাকতে ?
আমি যে তাদের মা ।
মায়ের মন শক্ত বাঁধন ,
হাজারো আঘাতে হয়না ক্ষতবিক্ষত ।


হঠাৎ পায়ের আওয়াজ ভেসে আসলো কানে
কিসের আওয়াজ ?
আমার ছেলেরা আসলো বুঝি ?
দাড়া বাবা আমি আসছি !


দরজা খুলে দেখল কিছু নাই কিছু নাই ,
লেগে আছে পায়ের ছাপ ।
করুণ কন্ঠে কহিল মা ,
বাবা তোরা এলি , অথচ আমাকে বলে গেলি না ।