এখনো বসে থাকি আগের মতন ,
তোমায় নিয়ে ভাবি ঠিক আগের মতন
মনে করি তুমি আছো আমার পাশে  ,
যেমন ভেবে ছিলাম ঠিক আগের মতন ।


তবে এখন পারিনা তোমায় নিয়ে আগের মতন ভাবতে
সংসারের মায়ায় পড়ে ।
তুমি হয়তো মনে কর আমার জীবন কাটে সুখে
তবে না সেটা ভুল ,
হয়তো তোমাকে পাইনি তবুও খুঁজে যাই তোমায়
আসো যদি কোন দিন ভুলে।


কতটি বছর হয়ে গেল তোমার আমার ছারাছারি
আজ কেন যেন হটাৎ
একটু আনমনে দিচ্ছিলাম বেদনার সাগরে পাড়ি ।


তুমি হয়তো মনে করবে কেনইবা স্মরণ করেছিলাম ?
না , আমি তো চাইনি তোমায় স্মরণ করতে কিন্তু
স্মৃতিরা যায়নি আমায় ছাড়ি ।


তুমি আমি দুজন চলে যেতাম কত দূর
এই কালবৈশাখী দিয়ে পাড়ি ।
ভেজা শরীরে তুমি কতই লজ্জা পেতে,
নিজেকে লুকাতে আমার সাথে আড়ি আড়ি খেলতে ,
আমি তো রাখতাম না তোমার আড়ি ।


আজ তুমি নেই পাশে ,
এই বৈশাখের দিনে বসে ভাবি বিরলে
তোমারি ভালবাসা পড়ে আছে এক কোনে
অন্য ডালের পাখি এসে বাসা বেদেছে মনে
আমারি ভালবাসার চলছে কারাকারি ।