আজ বাংলার বুকে সূর্য নাহি
মিটির মিটির আলো ।
আজ বাংলার মাটি নীরব কেন
ফসলের মাঠ কালো।


আজ কিষাণের মুখে হাসি নাহি
ফসল হবেনা বলে ভালো ।
আজ আকাশ কেন থমকে আছে
বাড়ী বাড়ী জ্বলছে আলো ।


আজ দিনটি কেন এত বড়
আসেনা রাতের আঁধার
আজ বাংলার বুকে আহাজারি
কেন বলছে আগুন জ্বালো ।


আজ শত্রু মিত্র বন্ধু হয়েছে
আমরা সবাই ভালো ।