যে দেশের মাঝে আছে ভালবাসা
সে আমার বাংলা দেশ ।
যে দেশ হাসতে জানে
ভুলতে পারে অতিতের ব্যথা  
সে আমার বাংলা দেশ।


পাবে কি তুমি বল পাবে, আমার দেশের মত দেশ ?
রুপে গুণে অপরূপা গুনের নাইকো শেষ ।
পাবেনা তুমি পাবেনা, আমার এই দেশের মত দেশ  ।
নদীরই বুকে অবিরাম চলে নৌকা
মাঝির কন্ঠে বাহ কি বেশ ।  

সকালের সূর্য পূব আকাশে দেখায় কত ভাল
সূর্যের আলোতে নদীরই পানি করে টলমল ।
মাঝে মাঝে বকের সাড়ি আসে কোথা থেকে
সকালের আনন্দ কাটে আমার খেলা দেখে দেখে ।