আজ ফেব্রুয়ারির সেই দিনটি ,
যেদিন রাস্তায় নেমে এসেছিল
শত শত দামাল ছেলেরা,  
ভাষার দাবি ছিনিয়ে নিবে বলে  
দিয়েছিল তাঁদের প্রাণ ।


আজ সেই দিনটি যে দিনে ঘরে ফিরেনি
রফিক শফিক সালাম বরকত জাব্বার আরো অনেকে ,
যে দিন লাখো কন্ঠে বেজে উঠেছিল
রাষ্ট্রভাষা বাংলা চাই ।


আজ সে দিন , আজ সে দিন যে দিন বসেছিল মা!  
ছেলের জন্য বানিয়ে নিজের হাতে জামা ,
উপহার দেবে বলে  ছেলেকে ।
আজো দ্যাখা পায়নি সেই ছেলের  
বসে আছে অপেক্ষার প্রহর গুণে।  


এই দিন সেই দিন
যে দিন পশ্চিম-পাকিস্তান  মেনে নিয়েছিল রাষ্ট্রভাষা বাংলা
আমরা পেয়েছিলাম মাতৃ কথা ।
যে দিন ঘরে ঘরে বেজেছিল একটি গান
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ।
আজ সেই দিন , আজ সেই দিন , আজ সেই দিন ।