আমরা যে সাধারণ জনতা
খেঁটে খুঁটে খাই , কেউবা এখানে ওখানে
কেউবা পেটের দায়ে রিক্সা চালায় ।  


বাঁচতে তো  হবে,
আমি না হয় পারবো  ,
যারা আমার দিকে তাকিয়ে আছে ,
তাদের কি  হবে তবে ?


আমি দিতে পারি বালিশ চাপা ,
যে শিশুটি নতুন এসেছে আমার ঘরে    
একটু কি ভেবেছো ,
আমার আদরের  শিশুটি বাঁচবে কেমন করে ?


যখনি আসি ঘর ছেড়ে,
মৃত্যুকে পুটলি ভরে আনি সঙ্গে করে ,
তোমরা চাইলে দিয়ে দেব বলে ।
আমি নাকি বাস করি স্বাধীনতার স্বাধীন দেশে  !
আছে কি স্বাধীনতা,
বলো আছে আমাদের স্বাধীনতা ?  
জানি বলতে পারবেনা ,
তোমরা ও যে আমার মতো সাধারণ আম জনতা ।  


আমরা রাজার শাসিত নয়
তার পরেও আজ আমরা প্রজা !
একটু ভেবে দেখো,
উত্তর পেতে হবে সোজা ।


আমরা চাই সেই স্বাধীনতা
যে স্বাধীনতার জন্য মুজিব থেকে ছিল জেলে,  
পথে ঘাটে নেমে এসেছিল সাধারণ জনতা
হিন্দু মুসলিম বোদ্ধ  খ্রিষ্টান জাপিয়ে পড়ে ছিলো
স্বাধীনতার ডাক এসেছিল বলে ।


যে স্বাধীনতার জন্য ঝরে ছিল প্রতিশোধের অশ্রু  
প্রেমীক বন্ধ করেছিল স্মৃতির পাতা
আমরা চাই সেই স্বাধীনতা !
দিয়ে দাও , আমায় দিয়ে দাও
আমাদের  সেই স্বাধীনতা ।