ফেব্রুয়ারী তুমি আসবে কি আবার ,
পাবো কি তোমাকে ?
নাকি তার আগেই যাবো এই জগতের মায়া ছেড়ে  ।


তবে আমি কি করে দেখবো ?  
চলছে বই মেলায় পাঠকের বই কাড়াকাড়ি ।  
আমি তো তোমাকে খুঁজি এই বাংলা একাডেমীর নীড়ে ,  
ধীরে ধীরে হাটি দেখি প্রাণ ভরে কত লোক আছে ,
যারা তোমারি খুঁজে এসেছে আমারি মতন ।


ফেব্রুয়ারী,  যতই থাকিনা কেন আমি দুর্বল
তোমারি এপথে থাকি আমি সদা সবল
আসি আরামের বাড়ী ছেড়ে  ।
এপথ থেকে ওপথে আমি ক্ষণে ক্ষণে দেই পাড়ি
মাঝে মাঝে হত জগড়া ,
আমার বউয়ের সাথে দিতাম আড়ি ।


শহীদ মিনারের পাশে বসে থাকি ভরা রোদ্র দুপুরে
কিছুক্ষন সময় স্মরণ করি তোমায় ,
জুরাই মন বাঁশিওলার বাঁশির সুর শুনে,
কত সুন্দর করে ডাকছে তোমায় চিকন বাঁশির সুরে ।  


আজ তোমার চলে যাওয়ার সময় এসেছে
আসা হবেনা আগের মতন ।
যে পথে চলতাম আমি লাখো  ভিরে
এখন যদিও আসি চলতে হবে একা
করতে হবে নিজের সাথে নিজেই কথপকথন।


জীবনের শেষ প্রান্তে আমি তবুও তোমায় ডেকে যাই
পাবো কি তোমায় আবার আগের মতন
নাকি চলে যাবো আমি ?
কত ডেকেছি তোমায়,
ডাকতে ডাকতে বয়স পেরিয়ে আজ ৬৭ বছর।  
এখন আমার পথে জোনাকির মত আলো
কখন যেন মৃত্যু এসে বলে চল এবার চল ।
বল আমি কি তখন থাকতে পারি ?


যদিও যাই চলে তবুও তোমায় ভুলবেনা কেহ তোমায় ,  
আমার কিছু স্মৃতি রেখেছি তোমার চরণ তলে।  
তুমি আসলে বাজবে আবার আমার কন্ঠ
স্বাগতম জানাবে তোমাকে ,  
আমি যদিও থাকবোনা তবে
আমার কন্ঠ ভাসবে এই বাংলা একাডেমীর লাখো লোকের ভিরে  ।


[কবিতাটি আবৃত্তিকার-বদরুল আহসান খান কে নিয়ে আমার দ্বিতীয় লেখা,    
আল্লাহ যেন উনাকে দীর্ঘ জীবী করেন । ]