বাউল মন হারায় যখন তখন
ইচ্ছে হলে উড়ায় ঘুড়ি,  মন আকাশে দ্যাখে স্বপন ।  
উড়ে উড়ে যায় পায় বলে থাই যতই ছাড়ি সুতা  
টানতে  গেলে উপড়ে ওঠে  বলতে চায় আকাশের সাথে কথা ।


নাটাইয়ের সুতা শেষ হয়েছে কাঁপছে হাতে ঘুড়ি
চাইছে সুতা আরো ছাড়তে কেঁপে কেঁপে করছে আহাজারি  
যতটুকু ছিল হাতে আমিতো দিয়েছি ছেড়ে
এখন তো শেষ আমি আর কোথা থেকে ছাড়তে পারি ?


তেমনি করে একদিন সময় পুরাবে মোদের
চাইলেও সময় পাবোনা একটু,
ফিরতে হবে আবার যেখান থেকে এসেছি,  সেটাই আপন বাড়ি ।
কত কথা গোপন বলা হয়নি আজো ,
না বলে ফিরতে হবে ঘুড়ির মতন ,
কেঁপে কেঁপে করে আহাজারি ।