রেখে গেছো অধিকার,
স্মরণ করতে তোমাকে, কি করে ভুলি ?
তোমারি দেখানো পথে
যে আমরা লক্ষ কোটি নারী চলি ।
যে হাত ছিল মোদের বন্দী,
তোমারি কারনে আজ পেয়েছি নতুন কিছু ,
খুঁজতে শিখেছি জীবনের সন্ধি ।


যে হাতে ছিল মোদের লোহার শিকলে  ,
তোমারি কারনে আজ পেয়েছি অধিকার ,
ভেঙ্গেছি বন্দীশালা ।
তুমি করেছ মহান,
নতুবা নারী জাতি এখনও কাঁদত  শিকলে পড়ে
অকারণে হারাত নিজের প্রাণ ।


তুমি হয়ে আছো অমর এই পৃথিবীতে
এখনো তোমাকে প্রতিবাদী কন্ঠ ডাকে
ফিরে আস বলে বারে বার ।