ভয় কিসের , করিনা ভয় !
গর্জেছে বাংলার দামাল ছেলেরা ,  
যত টুকুছিল ভয় করেছে জয়
৭১ রে প্রমান মেলে ।


এখন আমাদের রুখে দারাবার সময়
পরোয়া করবো কিসের ?
আমরা বাংলার বাঘ!
সময় এসেছে আমাদের, তাই করেছি গর্জন ।
হায়েনাদের মুখে তাক লেগেছে ,
শুকিয়ে গেছে দেহ মন ।


এতদিন বাঘ গর্জেছে বনে
আজ বনে নয়, গর্জন মনে প্রাণে,      
কোথা দিয়ে আসবে খাবার,
শিকার করতে জানে ।