তুমি চলে গেছ  ভুলিনি তোমার ছবি,  
তোমার কবিতার পাতা খুলি ,
তোমার কবিতার কথা শুনি
খুঁজে  পাই বলে  তোমার জীবনের সবি ।


কেনো লিখেছিলে এতো কথা
চলে যাবে বলে তাড়াতাড়ি ,
মুছে নিবে তোমার সবি ,
না হে কবি তোমাকে ভুলে যাবার নয়  
ভোলার নয় তোমার ছবি ।


এখনো তোমার স্মৃতি ভাসে,  
বাংলা কবিতার পাতায় খুঁজে  পাই তোমার সবি ।
কত কষ্ট পেয়েছ তুমি,  
নীরবে সইয়েছ পাগল বউয়ের জ্বালা,  
তবুও থামেনি তোমার কলমের পথ
লিখে গেছো ৩৬১ টি কবিতা
নিদ্রা কবিতায় ছিল তোমার চলে যাওয়ার প্রতিচ্ছবি ।


কি ভাবে জানতে তুমি ?
শেষ কবিতায় লিখে যাবে সবি ,
তোমার মায়ায় এখনো কাঁদি  
মাঝে মাঝে চলে যাই পড়বো বলে তোমার কবিতা
খুঁজে পাই বলে তোমার চলে যাওয়ার কিছু ছবি ।