জীবন তরী চলছে নিরবধি
ছোট্ট যে চলার পথ,
ক্ষনে ক্ষনে তরী থামছে আবার,
নিয়ে চলছে নতুনের শপথ ।


তিন কালের জীবন
তরী চলার পণ
অকালে মিলিয়ে যায়।


এক কাল করে খেলা
নিয়ে কঠর শাসন,
শেষ হলে ফিরে আসে
তরীর অন্য বাহন।


শিকলে বন্ধী তরী
বাঁধা থাকে কিনারায়,
এ কূল থেকে ও কূলে চলে তরী
মাঝখানে মহা প্রলয়।