তুমি কেমন গো পিরিত ?
চেনা নাই জানা নাই, দেখা নাই বলা নাই
মনের ভেতর জমাও তোমার হিলিক।


পিরিত, কি কইরা তোমারে চিনিবো আমি  
তুমি আসল কিনা নকল ?
চেনার আগে তুমি বিলীন হইয়া যাও  
সাড়া না পেলে হইয়া যাও উম্মাত।


পিরিত কোথাই তোমার বসত  
কোন গ্রামের মানুষ তুমি,
কোথাই তোমার গাঁও ?  


পিরিত ক্ষনে আসো তুমি পাহাড় হইয়া
ক্ষনে আসো হইয়া শুন্য,  
রুপ কি তোমার আরো আছে ?
কইয়া যাও শুইনা হই ধন্য ।