দুঃখে পাঁজর ভাঙল
তবু আছি ,
সেবার জোয়ান ব্যাটা মরল
টি বি তে ।


দূষণ, খরার আকাল
জল নাই ;
এবারের বানে ডুবল
সোনার ফসল ।


জোয়ান বিটি ঝাপ দিল
পণ নাই ;
সেও গত হল
যে মাথার উপরে ছিল ।


যতক্ষণ গতর খাটল
দু মুঠো পেটে গেল;
তবু কই  যম এল ?
মরণ নাই ।


আচ্ছা তোমরাই বল
আমার কি দোষ ?
দোষ একটাই
দেশটাকে ভালোবাসি ।


২২।০৭।০৩