খুঁজেছি কত যে আমি
         আসমুদ্র হিমাচল ।
পাইনি কোথাও খুঁজে
         তোমার মতো অবিকল ।।


অনেকদিন বাদে জানালাম ফোনে
         মোর মনের কথা ।
তুমি বললে মুছে ফেলতে
         প্রেমের এই স্মৃতি ক্থা ।।


পথে ঘাটে ছুটছে কত গোলাপ
          সকাল হতে সন্ধ্যা ।
পড়লনা চোখে আমার
          তোমার মত স্নিগ্ধ রজনী গন্ধা ।।


সেই নদীর মতো দেহ,
          হরিণের মত উন্নত গ্রীবা,
মেঘহীন আকাশের মতো চোখ,
          ব্সন্ত ফাগুনের মতো মুখ ।


আমার মন যে পড়ে আছে
         তোমার হৃদয়ের মাঝেতে ।
যে মন দিয়েছি তোমায়
         পারা যায় কি তা ফিরিয়ে নিতে ।।


                                                                  ১৭।১২।২০০১