তোমারে চিনিতে হয়েছিল ভুল
            ক্ষমা করো নজরুল।
তোমারে আখ্যায়িত করেছিলাম
                       বিদ্রোহী বলে।
দেখিনি তোমার হৃদয় পদ্ম
             তৈরি গোলাপ ফুলে ।


তুমি বিশ্ব মায়ের ব্যাথিত আত্মা
   শোষিত মানুষের পরম সত্ত্বা।
তুমি অত্যাচারিতের মহাবল
           অত্যাচারের মহাফল।


তুমি নির্বাক, তুমি অভিমানী
আমি জানি,
আমরা মানিনী তোমার মহাবাণী।


তাই দিকে দিকে আজ  ইরাক,গুজরাত
                        রক্তে হোলি খেলে।
সত্যিকারের মানুষ যারা
                       তারাই যাচ্ছে জেলে।


চারিদিকে আজ ড্রাগের কারবার
                  ভাত নেইকো পেটে।
তাদের দিয়েই জিতছে কারা
                    নির্বাচনের ভোটে ।।


তোমার দেখা কুলিরা আজও
           খেটেই যাচ্ছে রেলে ।
বাবুসাব এসে চড়ছে তাতে,
          কুলিদের দিচ্ছে ফেলে ।