প্রিয়া,
চিঠি লিখিনি বলে
রাগ করোনা ।কারন
শুষ্ক কালিগুলি ভিজানোর
বর্ষা ছিল না ধারে-পাশে ;
আর পেলেও কাগজ ভিজে যাবার
আশঙ্কা ছিল প্রচুর ।


উষ্ণ চুম্ব্ন দিতে পারিনি
কারন দিন ছিল মেঘে ঢাকা
সূর্য উঠেনি ।


তা বলে কোকিলকে দিয়ে
ডাক পাঠাতে ভুল করোনা,
আর আমাকে যদি খোজো
পাবে ঝরা শিউলির মাঝে
তা বলে যেন মালা গেথনা ।