শরৎ বাবু,


শরতের কাশফুলগুলি
এখনও তেমনিই ফোটে ।


আর মনে হয়,
তোমার আমার কাল
একটাই, থমকে দাড়িয়ে
রাজনীতির রকম ভেদে।


তোমার গফুর ভোটলোভী
কসাইয়ের হাতে,
আর মহেশ ক্ষমতার
কুর্সিতে ওঠার সোপান ।।


তোমার চিন্তা নেই;
মহেশের মুত্র
উত্তম গঙ্গা জলের ন্যায়
সেবনে হৃদয় পবিত্র হয় ।


সঞ্জয় বনশালীর হাত ধরে
অক্সফোর্ডের পথ বেয়ে ।
দেবদাস এখন অস্কারের আশায়
পার্বতীকে ভূলে গেছে ।।


চন্দ্রমুখী এখন কালীঘাটে
কিংবা সোনাগাছিতে।
দেহের পসরা সাজিয়ে দাড়িয়ে
পথের দাবীর অধিকার নিতে ।।


সব্যসাচী আজও
পথেই যুদ্ধ করে
অপূর্বরা বেশ সুখেই আছে
সরকার আমলার বেশে ।।
                                                             ২০০৩