পৃথিবীর দিকে দিকে বেড়েছে সংঘাত
আমাদের আছে এক পক্ষ,
জালিম, ঘাতকের পতন দেখবো চোখে
আমাদের একটাই লক্ষ্য।
যুগে যুগে মুসলিম মে'রে'ছে যারা যত
ওদের মা'রতে যারা লড়বে,
আমরা তাঁদেরই পক্ষে বলে যাব
যাদের হাতে ওরা ম'রবে।
মুসলিম মে'রে যারা পৃথিবী শাসন করে
তাদের পক্ষে নই আমরা,
মজলুমের পাশে আছি, থাকবো আমরা সদা
যেন তু'লে ওদের চামড়া।
এখনই সময় হলো এক হও মুসলিম
ধরো টুঁ'টি চেপে সবে,
ওরাই ধ্বংস হবে, জিতে যাবে মুসলিম
পৃথিবী শান্ত হবে তবে।