হাজারো গোলাপ ফুলের মাঝে
আমি গাঁদা ফুল হয়ে ফুটতে চাই।
চারিদিকে নতুনত্বের যুগে
আমি পুরান হয়ে থাকতে চাই।
হাজারো অসাধারণ মানুষের ভীড়ে
নিজেকে সাধারণ করে রাখতে চাই।
চারিদিকে বিলাসিতার মধ্যে
আমি অল্পতে হাসতে চাই।
হাজারো পরিচিত মানুষের ভিতরে
নিজেকে অপরিচিত রাখতে চাই।


ছেড়ে যাওয়ার যুগে এসে
জোড় করেও ধরে রাখতে চাই।
কষ্ট দেওয়া মানুষগুলোর
হাসির কারণ হতে চাই।
এড়িয়ে চলা মানুষগুলোকে
বুকে টেনে ধরতে চাই।
অল্পতেই অভিমান করা মানুষগুলোর
রাগ ভাঙানোর মানুষ হতে চাই।
কথার আঘাতে ক্ষত করা মানুষকে
ফুলের মালা পরাতে চাই।


পৃথিবীতে সবাই তো পছন্দের হয়
আমি না হয় অপছন্দের হয়ে রইলাম।
নিশ্বাস বন্ধ হলেই তো মানুষ ভুলে যায়,
আমি না হয় তাদের মনে থেকেই যাব।


▪️আমার চাওয়া  || মোঃ মাহিম খান